কিটো গ্রীন কফির উপাদানঃ
এতে আন-রোস্টেট কফি বীণ, কফিয়া ফ্রুটস, কফিয়া এরাবিকা, কফিয়া ক্যানিফোরা, ক্যাফিন আনহাইড্রাস,গারসিনিয়া ক্যাম্বোগিয়া, ভিটামিন সি, দারচিনি, মাস্টার্ড সিড, টার্মিনালিয়া, চিবুলা,টার্মিনালস ভেলেরিকা, লেমন এক্সট্রাক, বিএইচবি, কেটো বিটা-হাইড্রোক্সি বুটিরাট, ইত্যাদি থাকার কারনে আপনার ওজন কমবে ন্যাচারাল ভাবে।
ডায়বেটিস রোগীদের ক্ষেত্রেঃ
ডায়বেটিস রোগী আর লিভারের রোগীদের জন্য বেশ কার্যকরী।
পুরো শরীরের মেদ কমাতে অনেক কার্যকরী। নিরাপদে ক্ষুধা কমিয়ে ওজন কমাবে।
চর্বি কমাতে বেশ কার্যকরীঃ
এটি পুরো শরীরের চর্বি তলপেট,ভূড়িতে, হিপ,থাই মাংশপেশী সব ভেতর থেকেই মাইনাস এবং কমিয়ে গলিয়ে বার্ন করবে টয়লেটের মাধ্যমে লুজ মোশন ছাড়া। এতে রয়েছে ক্লোরোজোনিক ও আ্যমাইনো এসিড যা আপনার শরিরের অতিরিক্ত চর্বি কমবে স্থায়ীভাবে। এটি আপনার পুরো শরীরের যে,যে স্থানে অতিরিক্ত ফ্যাট,যেমন -ভূড়ির চর্বি, তলপেটের চর্বি, যেখানেই এক্সট্রা চর্বি আছে সবগুলোই কেটে বার্ন করে ওজন কমাবে।
সাইডএফেক্টঃ
এই প্রোডাক্ট বাংলাদেশ সাইন্সল্যাব কর্তৃক পরীক্ষিত এবং অনুমোদিত। ১০০% ন্যাচারাল এটি শুধু ওজন কমাতে সাহায্য করবে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া।
আমাদের প্রোডাক্টের সম্পূর্ণ ন্যাচেরাল হওয়ায় এটি আপনার দেহে থাকা সেল গুলোকে সতেজ করে তুলবে এবং আপনাকে করে তুলবে পারফেক্ট সেইপ।
খাওয়ার নিয়মঃ
কিটো গ্রিন কফি সকালে খালি পেটে এক চা চামুচ করে আধা গ্লাস কুসুম গরম পানির সাথে মিক্স করে খেতে হবে। সকালের নাস্তার ২০মিনিট আগে—